ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৭:৩১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিকের বিশ্ব রেকর্ড 

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। হিন্দি-বাংলাসহ আরও অনেক ভাষায় হাজারো গান গেয়েছেন তিনি। এখন পর্যন্ত প্রায় এক হাজার ছবির গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় এই গায়িকা। সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়ল অলকা ইয়াগনিক।

কালের আবর্তনে এতটুকু জনপ্রিয়তা কমেনি ৫৬ বছর বয়সী জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর। ২০২২ সালে এসেও তার গান শুনছেন শ্রোতা দর্শকরা। ব্ল্যাক পিঙ্ক, ক্রেজ বিটিএস ও টেলর সুইফদেরকেও ছাড়িয়ে গেছেন তিনি। অন্তত ইউটিউবের হিসেব অনুযায়ী সেই ধারণাই পাওয়া যাচ্ছে।

২০২২ সালে ইউটিউবে সবচেয়ে বেশি শোনা হয়েছে অলকার গান। আর এতেই বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য জানায়, বিশ্বজুড়ে গড়ে প্রতিদিন ৪২ মিলিয়নবার শোনা হয়েছে এই কণ্ঠশিল্পীর গান।
গেল বছর ১৫ দশমিক ৩ বিলিয়নবার স্ট্রিমিং হয়েছে অলকার গান। এ জন্য অলকাকে বলিউডের ‘আইকনিক কণ্ঠ’ আখ্যায়িত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

প্রসঙ্গত, সেরা পাঁচের বাকি তিনজন কণ্ঠশিল্পীও হলেন ভারতীয়। তারা হচ্ছেন, অরিজিৎ সিং, উদিত নারায়ণ ও কুমার শানু। তাদের গানও যথাক্রমে ১০ দশমিক ৮ বিলিয়ন, ১০ দশমিক ৭ বিলিয়ন ও ৯ দশমিক ০৯ বিলিয়নবার শোনা হয়েছে।